মেহেদী ইমামঃ
রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংকাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর ড. মো. আতিয়ার রহমান।
মঙ্গলবার (২১ জানুয়ারী) বেলা ১১টায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় হল রুমে এই মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ধীমান শর্মা, ফরেষ্ট্রি অ্যান্ড এনভারয়মেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সুচনা আক্তার, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে নবাগত এই উপাচার্য জানান, ইতোমধ্যেই শিক্ষার মান বাড়াতে ডিবেট ক্লাবসহ ৩টি ক্লাব গঠন করা হয়েছে। একাডেমিক ভবনের পাশাপাশি আমরা বিশ^বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধণের কাজেও হাত দিয়েছি। বিশ^বিদ্যালয়ের আগামী পরিকল্পনা নিয়ে আমরা খুব দ্রুতই বসবো। কিছুদিনের মধ্যে ২টি ভবণ নির্মাণে কাজ শুরু হবে। আগামী মার্চে আরো ২টি ভবনের কাজ শুরু হবে। ২০২৬সালের মধ্যে আমরা ৪টি নতুন ভবন পেলে শিক্ষার মান বাড়বে। আপনারা আমাকে সহযোগীতা করবেন। আপনাদের সহযোগীতায় আমরা আরো এগিয়ে যেতে চাই।
এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় নির্মিত হয়েছে। রাবিপ্রবি প্রতিষ্ঠায় ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি সাংবাদিকেরা আহত হয়েছেন। তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে। এই বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের অবদান অস্বীকার করা যাবেনা। আমরা এই বিশ্ববিদ্যালয় কে বাংরাদেশের অক্সফোর্ড হিসেবে দেখতে চাই।