নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে ঐতিহ্যবাহী পৌরসভার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে নগরবাসী। সরকারের বিরুদ্ধে জনগনকে ক্ষেপিয়ে তেলার প্রতিবাদে এই মানববন্ধন করে রাঙামাটি পৌরবাসী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাঙামাটি পৌরসভার মাঠে জনদূর্ভোগ সৃষ্টির অভিযোগে এনে মানববন্ধন কর্মসূচি পালন করে শহরের বাসিন্দারা।
স্থানীয়রা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৈরাচারী আওয়ামী সরকার পতনের পরে প্রজ্ঞাপনে পৌরসভার প্রশাসক নিযুক্ত হন জেলা প্রশাসনের এক কর্মকর্তা। তিনি নাগরিকদের মতামত উপেক্ষা করে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ সভা, সমাবেশ, মেলা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু কিশোরদের খেলাধুলার এই জায়গাটি দখল করে ফুল বাগান সৃজনে উদ্যোগ নেয় বলেও জানায় বক্তারা।
অত্র এলাকায় কোন মাঠ না থাকায় এই মাঠটি জনগুরুত্বপূর্ণ উল্লেখ কওে বক্তারা বলেন, এই মাঠে শিশু কিশোররা খেলাধুলা করে থাকে। বিভিন্ন সময়ে এই মাঠে বিভিন্ন মেলার আয়োজন করা হয়। কি উদ্দ্যেশ্যে এই পৌর প্রশাসক এমন সিদ্ধান্ত গ্রহন করেছেন সেটাই এখন ভাবনার বিষয়। সৈরাচার সরকার পতনের পরে জনগনকে ক্ষেপিয়ে তুলতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও উল্লেখ করেন বক্তারা।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি মো. ওমর ফারুক, জাসাস সভাপতি মো. কামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান হাজি কামাল উদ্দিন, সচেতন নাগরিক কমিটির সদস্য মো. কামাল হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আগামী এক সপ্তাহের মধ্যে ফুল বাগান সৃজন প্রকল্পের কাজ বন্ধ করা না হলে বিক্ষোভ মিছিলসহ বৃহত্তর আন্দোলনের ও ঘোষণা দেন বক্তারা।