মেহেদী হাসানঃ
মানবাধিকার মানে শুধু অধিকার চাওয়া নয়, অধিকার রক্ষার দায়িত্বও নেওয়া। এভাবেই অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার সংগঠনের নতুন শপথে বক্তারা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় রাঙামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের রাঙামাটি জেলা কমিটির ২০২৫–২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান।
রাঙামাটি জেলা ফাউন্ডেশনের পরিচালক মো. নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. দুলাল মিয়া।
জাহিদুল ইসলাম মুন্না ও সাদিয়া আক্তার মুনমুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।
কেন্দ্রীয় চেয়ারম্যান মো. দুলাল মিয়া বলেন,
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। রাঙামাটির মতো পার্বত্য এলাকায় যেখানে উন্নয়ন ও সুযোগসুবিধার বৈষম্য বেশি, সেখানে কাজ করার দায়িত্বও বেশি।
সভাপতি মো. নাছির উদ্দীন তাঁর বক্তব্যে বলেন,
আমরা শুধু অধিকার রক্ষার দাবিতেই সীমাবদ্ধ থাকব না। শিক্ষা, সচেতনতা বৃদ্ধি, নারী-শিশু সুরক্ষা, পরিবেশ রক্ষা এসব ক্ষেত্রেও কাজ করব।
পার্বত্য চট্টগ্রামের মানুষ বহুদিন ধরে নানা ধরনের বৈষম্য, অধিকার বঞ্চনা ও উন্নয়ন বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে পিছিয়ে থাকা এই অঞ্চলে মানবাধিকার ইস্যুটি সব সময় আলোচনায় থাকে।
সামাজিক সংগঠনগুলো বলছে, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্থানীয় সংগঠনগুলো যদি সক্রিয় হয়, তবে পাহাড়ি–সমতলের সাধারণ মানুষ তাদের অধিকার আদায়ে সচেতন হবে বলেও যোগ করেন বক্তারা।
পরে ২০২৫–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যদের মাঝে শপথ পাঠ করান অতিথিরা।