নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানের খুশী ভাগাভাগি করতে এতিম শিশুদের সাথে ইফতার করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে শহরের আসামবস্তি ব্রাক্ষণ টিলার হামিউস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার অর্ধ শতাধিক এতিম শিশুর জন্য খাবারের ব্যবস্থা করার পাশাপাশি তাদের সাথে ইফতার করেন।
এসময় নেজারত ডেপুটি কালেক্টর মো. শামীম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দীক, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জামাল হোসেন, মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম, মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আব্দুস সবুর সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মা বাবা হারা কোমলমতি শিশু-কিশোরদের বিশাল একটা অংশ আমাদের দেশে ইসলামী জ্ঞান অর্জনের মহান ব্রত নিয়ে বিভিন্ন এতিমখানায় বেড়ে উঠে। কিন্তু তাদের জীবন যাপনের মান যেমন অতি সাধারণ, তেমনি ছোট্ট বয়সে মায়ের কোল থেকে দূরে থাকা এই শিশুদের হৃদয় অন্দর তৃষ্ণার্ত হয়ে থাকে একটু সহানুভূতির প্রত্যাশায়। কোমলমতি শিশুদের হৃদয়ের এই তৃষ্ণা বুঝতে পেরে ভালোবাসার পরশ দিতেই শুক্রবার ইফতার নিয়ে হাজির হন রাঙামাটির জেলা প্রশাসক।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।