মেহেদী ইমামঃ
পার্বত্য অঞ্চলে সাংবাদিকতার পথিকৃৎ ও চারণ সাংবাদিক খ্যাত মরহুম একে এম মকছুদ আহমেদ এর স্বরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা প্রেস ক্লাবের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ মে) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান লেঃ কর্ণেল অরুপ কুমার চাকমা এনডিসি, পিএসসি।
রাঙামাটি জেলা প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, সাবেক পার্বত্য উপমন্ত্রী ও সাংসদ মনি স্বপন দেওয়ান, স্বরনার্থী বিষয়ক টাস্কফোর্সের সদস্য সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকের সঞ্চালনায় এসময় জেলার সিনিয়র সাংবাদিক সুনিল কান্তি দে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে একেএম মকছুদ আহমেদের জিবনী পাঠ করেন, প্রেস ক্লাবের অন্যতম সদস্য ও আরটিভির রাঙামাটি জেলা প্রতিনিধি ইয়াসিন রানা সোহেল।
সভায় বক্তারা একেএম মকছুদ আহমেদ এর পার্বত্য অঞ্চলে সাংবাদিকতার সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পিছিয়ে পড়া এই জনপদের সাংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ও চিকিৎসা সহ সকল বিষয়ে অবদান রাখায় গুণী এই সাংবাদিক কে মরণোত্তর একুশে পদকে ভূষিত করার দাবি জানান।
উল্লেখ্য, একেএম মকছুদ আহমেদ ১৯৪৫ সালে চট্টগ্রামের মিরসরাই উত্তর মগাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সাল থেকে রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতির বেতছড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি পাহাড়ে সাংবাদিকতার অভাব অনুধাবণ করতে পেরে কলম সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সম্পাদনায় দৈনিক বনভূমি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকা প্রকাশিত হয়েছে। একইসাথে তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ বেতার রাঙামাটি আঞ্চলিক শাখা, বিবিসি বাংলা সহ আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ২০ফেব্রুয়ারী রাঙামাটি শহরের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন পাহাড়ের এই গুণী সাংবাদিক।