নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) সকালে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আশরাফুজ্জামান।
এসময় ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়া, মাষ্টার ট্রেইনার হাফেজ মাওলানা বখতেয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার জয়নাল আবেদীন, মো. মোজাম্মেল হক, মো. নাসির উদ্দীন ও হাফেজ মনির হোসেনসহ প্রকল্পের, মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার এবং শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বক্তব্যে উপপরিচালক বলেন, ইসলামিক ফাউন্ডেশন সরকারী হজ¦ নিবন্ধন করে থাকে। অন্যান্য জেলার তুলনায় রাঙামাটিতে সরকারীভাবে হজ¦ নিবন্ধনের হার অনেক কম। আগামীতে আপনারা হজে¦ যেতে ইচ্ছুক এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ করে সরকারীভাবে হজ¦ নিবন্ধনের সুবিধা সম্পর্কে জানাবেন। যাতে করে তারা কম খরচে এবং নিরাপদে হজ¦ পালন করতে পারে।
সমন্বয় সভা শেষে ফিল্ড অফিসার, ফিল্ড সুপারভাইজার, মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার ও শিক্ষক শিক্ষিকাগণ সদ্য বিদায়ী উপপরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী ও ফিল্ড সুপারভাইজার মাওলানা মোহাম্মদ নুর কে সংবর্ধনা (বদলী জনিত) দিয়ে বিদায় জানান। একইসাথে তারা নবাগত উপপরিচালক মো. আশরাফুজ্জামান এর যোগদান উপলক্ষে সম্মাননা স্বারক দিয়ে বরণ করে নেন।
সাবেক উপপরিচালক ইকবাল বাহার চৌধুরী কে বিদায়ী সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে ফিল্ড অফিসার, ফিল্ড সুপারভাইজার, মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার ও শিক্ষক শিক্ষিকাগণ তার অবদান সমূহ তুলে ধরেন এবং কান্নায় ভেঙে পড়েন।
এসময় কান্নাজড়িত কন্ঠে বিদায়ী উপপরিচালক বলেন, আপনারা সাথে ছিলেন বলেই আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছি। আপনাদের কথা আমার সব সময় মনে থাকবে। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়।