নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে কুখ্যাত ইয়াবা সম্রাট আশরাফুল আজম ওরফে দিপু সহ ৬ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার (১৮ আগষ্ট) রাত সাড়ে ৯টা থেকে রাঙামাটির তবলছড়ি হোটেল জেড ওয়াই ও রাঙামাটি রেসিডেন্সিয়ল স্কুল এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকশ দল ২দফায় অভিযান পরিচালনা করে ৬জন কে আটক করে।
পুলিশের অভিযানে এসময় অফিসার্স কলোনি এলাকার আব্দুল হালিম রিপন (৩২), একই এলাকার মো. মোরশেদ (২৩) ও মো. তারেক (২০), এবং বিএডিসি এলাকার মো. আজিজুল হাকিম সাজু (২৪) সহ মোট ৪ইয়াবাসেবী কে আটক করা হয়।
এছাড়াও ওয়াপদা কলোনী এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আশরাফুল আজম দিপু (৩৯) ও রুপনগর টিভি সেন্টার এলাকার ইয়াবা ব্যবসায়ী মো. মোবারক হোসেন জীবন কে আটক করা হয়।
এবিষয়ে রাঙামাটি কোতোয়ালী থানার ওসি শাহেদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ৬জন কে আটক করেছে। অভিযানে ৪জন মাদকসেবীকে এবং ২জন ইয়াবা ব্যাবসায়ীকে আটক করা হয়।
ওসি আরো জানান, অভিযানে ২জন ইয়াবা ব্যবসায়ীর নিকট থেকে ২শত পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আইনি প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।