নিজস্ব প্রতিনিধিঃ
পহেলা মে। আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকের পারিশ্রমিক নিয়ে ইসলামে রয়েছে এর গুরুত্ব। ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার নিয়ে রয়েছে আলোচনা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাঙামাটি জেলা কার্যালয়ে দিবসটি ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে উপপরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম।
ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে কালেক্টর জামে মসজিদের ইমাম আবুল হাশেম, কৃষি ও বন আবাসিক মসজিদের ইমাম মাওলানা আশহাদুল ইসলামসহ দপ্তরটির বিভিন্ন উপজেলার ফিল্ড সুপারভাইজার, কেয়ারটেকার, কেন্দ্র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবীব আজম হাদিসের উদ্ধৃতি উল্লেখ করে বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বানী অনুযায়ী শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করতে বলা হয়েছে। তাই শ্রমিকের অধিকার নিয়ে ইসলামে এর গুরুত্ব প্রদান করা হয়েছে। আপনারা শ্রমিকের অধিকার নিশ্চিত করবেন।
এসময় জেলা পরিষদ সদস্য হাবীব আজম ইসলামিক ফাউন্ডেশনের এবাদত খানায় কার্পেট ও সাউন্ড সিস্টেম উপহার তুলে দেন।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা শফিউল আলম আল-কাদেরী।