সাইয়্যেদ মো. সাখাওয়াত উল্লাহঃ
সোমবার সকালে রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের কৃতিত্ব ও সাফল্যকে স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ জনাব কাজল তালুকদার।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আলিম, ভাইস চেয়ারম্যান, ইসলামিক সেন্টার ও আলফেসানী ট্রাস্ট, হাশেমুল হক খন্দকার, চেয়ারম্যান, আলফেসানী ট্রাস্ট, এবং রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম, মোঃ মিনহাজ মুরশীদ, অ্যাডভোকেট লুৎফুন্নেসা ঝিমি ও জনাব বৈশালী রায়।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ জনাব কাজল তালুকদার বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যেনো মিশন ও ভিশন ঠিক রেখে এগিয়ে যায়।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়।