নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে আবদুল ফকির (আব্দুল্লাহ ফকির) রা. আ. এর ১৬তম বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারী) মাজার সংলগ্ন জানাজা মাঠে অনুষ্ঠিত ওরশ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বায়তুল ইতকান মাইজভান্ডারীর শাহজাদায়ে গাউছুল আজম মাওলানা ডাঃ আল্লামা সৈয়দ মিশকাতুন নূর।
এতে প্রধান বক্তা হিসেবে কুমিল্লার হোমনা জাবালে নূর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মঈনুদ্দিন আহমদ ও বিশেষ বক্তা ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ মক্কা শরীফ শাখার প্রধান উপদেষ্টা মাওলানা সৈয়দ আমান উল্লাহ আমান সমরকন্দী।
আবদুল ফকির মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক একেএম মকছুদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
পুরাতন বাস ষ্টেশন জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা ইউসুফের সঞ্চালনায় এসময় তবারক বিতরণ কমিটির আহ্বায়ক সিরাজুল মোস্তফা ও শৃঙ্খলা কমিটির এনামুল হক হারুনসহ সহশ্রাধীক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক এই ওরশ মাহফিলে আমন্ত্রিত অতিথিরা বিশ^ শান্তিতে ইসলাম প্রচার বিষয়ে বক্তব্য রাখেন। দ্বীন ইসলামের মূল্যবোধ, খেলাফাতে রাশেদীনদের জিবনী ও ইসলাম প্রচারে ওলি আউলিয়াদের ভুমিকাও তুলে ধরেন বক্তারা। পরে দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।