আহমদ বিলাল খানঃ
রাঙামাটিতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ কর্তৃক উত্থাপিত ৮দফা দাবিতে পূণরায় স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ একরাম উদ্দিন বরাবরে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের সভাপতি ফয়সাল বিন ফারুক এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান জনির স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করেন।
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮ দফা দাবির পাশাপাশি বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক দাবি, ডিপ্লোমা কৃষিবিদদের উপসহকারী কৃষি কর্মকর্তা সমমানের পদগুলো সবার জন্য উন্মুক্ত করা এবং কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ না দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ করেন। এছাড়াও কৃষি ডিপ্লোমা ছাত্রদের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের ও আহ্বান জানান।
এসময় ছাত্র পরিষদের দায়িত্বশীল নুসরাত জাহান নিশি, ওয়াহিদ হোসেন, শরীফ আকবর রাকিব ও জোবায়ের আহমেদ সহ বিভিন্ন সেমিস্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।