নিজস্ব প্রতিনিধিঃ
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিনের চাহলাম শরীফ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাঙামাটি খানকা শরীফে অনুষ্ঠিত চাহলামের আয়োজন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি পার্বত্য জেলা শাখা।
দিনব্যাপী আয়োজনের মধ্যে কোরআন খতম, খতমে গাউসিয়া শরীফ ও আলহাজ্ব মহসিনের জীবনী আলোচনা করা হয়। চাহলাম উপলক্ষে বিকেলে ফলাহার ফাতেহা ও বিতরণ করা হয়।
এছাড়াও এতিমখানার শিক্ষার্থীর মাঝে কাপড় প্রদান করেন রাঙামাটি জেলা গাউসিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ মনসুর আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন রানা সোহেল। বাদে মাগরিব খতমে গাউসিয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি হাজী মোঃ জানে আলম সওদাগরের সভাপতিত্বে এতে সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী, হবিগঞ্জ দারুচ্ছুন্না কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি আহমদ নিজামী শাফি, তৈয়বিয়া তাহেরিয়া মীর্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া, জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি আবদুল হালিম ভোলা সওদাগর, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সওদাগর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খতমে গাউসিয়া পরিচালনা করেন খানকা শরীফের তত্ত্বাবধায়ক মাওলানা মোঃ মফিজ উদ্দিন।
আলোচনা সভা শেষে মিলাদ কিয়াম মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।