তুফান চাকমাঃ
রাঙামাটি জেলা আইনজীবী সমিতির পক্ষ হতে আইনজীবী সহকারীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সমিতির অফিস কক্ষে সকল সদস্যদের মাঝে পোশাক বিতরণ করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম।
এসময় সমিতির অর্থ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা (ঝন্টু), কার্যনির্বাহী সদস্য অ্যাড. রিমন সরকার, আইনজীবী সহকারী সমিতির সভাপতি-সাধারন সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে সহকারীদের উদ্দেশ্যে রফিকুল ইসলাম বলেন, অফিসকালীন সময়ে নিয়মিত সকল আইনজীবী সহকারীকে ড্রেস পরিধান করতে হবে। একই সাথে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।