নিজস্ব প্রতিনিধিঃ
নারী ধর্ষণ, নিপীড়ন, হেনস্তা এবং যৌন নিপীড়নের বিচার দাবিতে রাঙামাটিতে অবস্থান কর্মসূচি হাতে নিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বুধবার দুপুর থেকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাগাতার এই অবস্থান কর্মসূচির ডাক দেয় ছাত্র প্রতিনিধিরা।
এসময় ছাত্র প্রতিনিধি ওয়াহিদুজ্জামান রোমান, ইমাম হোসাইন ইমু, তানেইম ইবনে আলম, আবরাজ সালেকিন রাফি, তানজিনা আক্তার, তানবি আক্তার, রাহিমা আক্তার ও সায়েদা ইসলাম সাদিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে ছাত্র প্রতিনিধিরা জানায়, ফ্যাসিস্ট সরকার পরবর্তী এই সময়ে বাংলাদেশে কোন ধর্ষকের জায়গা নেই। নারী ধর্ষণ, নিপীড়ন, হেনস্তা এবং যৌন নিপীড়ন বন্ধ করতে হবে। ৩বছরের শিশু ও নিরাপদ নয়। রাঙামাটিতে এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। সেই সাথে ধর্ষকের দ্রুত বিচারের দাবিও জানান তারা।