॥ মেহেদী ইমাম ॥
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে নিবন্ধিত মৎস্যজিবীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ই ফেব্রুয়ারী) দুপুরে রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও কৃষিবিদ কাজল তালুকদার। এতে গেষ্ট অব অনার ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক ও কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন।
রাঙামাটি সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহিদের সঞ্চালনায় এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিষয়ক আহ্বায়ক প্রনতি রঞ্জন খীসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও কৃষিবিদ ডা. একেএম ফজলুল হক, জেলা মৎস্য কর্মকর্তা ও কৃষিবিদ অধীর চন্দ্র দাস, চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ও কৃষিবিদ বিশ্বজিৎ বৈরাগী এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও কৃষিবিদ আব্দুল্লা আল হাসানসহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, ছাগল খুব সহজে পালন করা যায়। শুধু একটু যতœ নিতে হবে। তাদের খাবারও কম লাগে আবার বছরে ২বার বাচ্চা দেয়। এই ছাগল পালনের মাধ্যমে একটি পরিবার দ্রুত অস্বচ্ছলতা কাটিয়ে উঠতে পারে।
মৎস্য বিভাগ জানায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২০০জন নিবন্ধিত মৎস্যজীবী পরিবার কে ৪টি করে দেশীয় ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হবে। যার মধ্যে আজকে ৫৫টি পরিবারের সদস্যদের মাঝে ৪টি করে ছাগল বিতরণ করা হচ্ছে।
পরে নিবন্ধিত ৫৫টি মৎস্যজীবী পরিবারের সদস্যদের মাঝে ৪টি করে ছাগল বিতরণ করেন, কৃষিবিদ কাজল তালুকদার।