নিজস্ব প্রতিনিধিঃ
শিশুদের মাঝে খেলাধুলার প্রবণতা বাড়াতে ও মোবাইল গেইম আশক্তি কমাতে নানিয়ারচরে ভাই ভাই ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার ইসলামপুরে নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া ক্লাব ভাই ভাই ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ এ আদর্শ ক্লাব বনাম নিউ টাইগার ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়।
এসময় ক্রীড়া সম্পাদক শাহীন আলম, ট্যুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফ, যুগ্ম সম্পাদক সাব্বির রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে এবার ভাই ভাই ক্লাব, মামা ভাগিনা ক্লাব, ডেঞ্জার ক্লাব, আদর্শ ক্লাব সহ মোট ৮টি ক্লাব অংশগ্রহণ করে।