মাহাদী বিন সুলতানঃ
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে খামারি মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ে নানিয়ারচরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে নানিয়ারচর হর্টিকালচার সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ এম আনোয়ারুল হক৷
অনুষ্ঠানে কৃষি খামার পরিচালনাকারী খামারিদের মাঝে কৃষি মন্ত্রণালয়ের উদ্ভাবিত মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি মোবাইল অ্যাপসের মাধ্যমে জমি নির্ধারণ, সুষম সার ব্যবহার, আধুনিক কৃষি খামার পরিচালনার মাধ্যমে কৃষি সম্ভাবনা সমূহ তুলে ধরেন অতিথিরা।
নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়ার সভাপতিত্বে এসময় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহকারী প্রোগ্রামার নূরে আলম উজ্জ্বল, নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাষানী, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ জয় চাকমা ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

