ওমর ফারুক, নানিয়ারচরঃ
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে নানিয়ারচরে জামায়াতে ইসলামীর উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নানিয়ারচর মডেল মসজিদের সামনে থেকে একটি র্যালী বের করে সংগঠনটি। র্যালীটি বাবু চুণি লাল দেওয়ান সেতু, লঞ্চঘাট ও নিচের বাজার সড়ক হয়ে চৌরাস্তার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় উপজেলা জামায়াতের আমীর মো. জুলফিকার আলী, নায়েবে আমীর ইসমাইল হোসেন সিরাজী, সেক্রেটারী আঃ কাইয়ুম, অফিস সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এবং বিভিন্ন ইউনিটের সভাপতি ও সেক্রেটারিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ীদের প্রতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি না করতে অনুরোধ জানান। এছাড়াও বাজারে মূল্য নিয়ন্ত্রণে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
উপজেলা জামায়াতের আমীর আরো বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক ব্যবসা করলে মহান আল্লাহ ব্যবসায় বরকত দান করেন। তিনি এসময় রোজার পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেলগুলো বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনকে ব্যবস্থা নিতেও অনুরোধ জানান তিনি।