আহমদ বিলাল খান :
রাঙ্গামাটির জুরাছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক যুবক গ্রেফতার করা হয়েছে। অভিযানের পর গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জুরাছড়ি থানাধীন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হানিফ ভূঁইয়ার ভাড়া দেওয়া একটি কক্ষবিশিষ্ট ঘরে এ অভিযান পরিচালিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে জুরাছড়ি থানার একটি চৌকস দল অভিযানটি বাস্তবায়ন করেন। অভিযানে এসআই মোঃ আবু তালেবসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানকালে গ্রেফতার হওয়া যুবকের নাম মোঃ আমজাত আলী (৫০)। জুরাছড়ি থানার বাসিন্দা। তার হেফাজত থেকে ১৪৩ (একশত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুরাছড়ি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

