নিজস্ব প্রতিনিধিঃ
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে নগদ অর্থ জরিমানা ও বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
গতকাল (বুধবার, ১৩ই আগষ্ট) দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. নামে এক যুবক কে নগদ অর্থ জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী মাদক সেবন করে এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
নানিয়ারচর উপজেলা প্রশাসনের মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।