ইকবাল হোসেনঃ
রাঙামাটি জেলা সদরের রিজার্ভ বাজার গীতাশ্রম মন্দিরে মহালয়ার পূণ্যলগ্নে দেবী পক্ষের আগমনে “আগমনী” টিমের আয়োজনে এবং শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ ২০২৩ এর পরিচালনায় সুরে সুরে দেবী বন্দনা, মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় গীতাশ্রম ও মনসা কালী মন্দির পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিন। এসময় মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও অনুষ্ঠানের উদ্বোধন করেন, গীতাশ্রম মন্দিরের প্রধান পুরোহিত পুলক চক্রবর্তী।
এতে আরো উপস্থিত ছিলেন, গীতাশ্রম মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার, গীতাশ্রমের শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি রানা দাশ, সাধারণ সম্পাদক রকি দেবনাথ ও কোষাধ্যক্ষ রিটন সিংহ প্রমূখ।
আগমনী টিমের উপদেষ্টা এডভোকেট বিউটি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, সমন্বয়ক উত্তম সেন বাবলু। আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর ধর্মীয় গান, নৃত্য ও মহিষাসুর মর্দিনী নাটিকা প্রদর্শন করা হয়।
শনিবার মহালয়ার দিনটি উদযাপনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনধ্বনি বেজে উঠল। এদিন থেকেই শুরু হয়েছে দেবীপক্ষের।