মাহাদী বিন সুলতানঃ
বাঙালি জাতির গৌরব গাথা মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
শনিবার (১৬ই ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু করে ইফা। পরে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
দিবসটি উপলক্ষে ইফার জেলা কার্যালয়ে ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় ইমাম সমিতির রাঙামাটি জেলা সভাপতি ক্বারী মাওলানা ওসমান গনী চৌধুরী, বায়তুল আমান জামে মসজিদ খতিব মাওলানা আশহাদুল ইসলাম, শান্তিনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিউল আলম আল কাদেরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
১৬ই ডিসেম্বর উদযাপন উপলক্ষে জেলার প্রতিটি মসজিদের পাশাপাশি কাউখালি, কাপ্তাই, রাজস্থলী, বাঘাইছড়ি ও নানিয়ারচরে নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, জেলার ১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা এবং ১০টি উপজেলার ৪৯১টি গণশিক্ষা কেন্দ্রে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এবিষয়ে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক বলেন, ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির জীবনে গুরুত্বপূর্ণ দিন। এই দিবসের তাৎপর্য সম্পর্কে আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। ইসলামিক ফাউন্ডেশন সহ ইসলাম প্রচারে এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও তুলে ধরেন তিনি।