নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মন্টু চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ঘিলাছড়ি বাজার পরিচালনা কমিটির সদস্যরা।
মঙ্গলবার (১৯শে ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ির কৈলাস পাড়া এলাকায় মন্টু চাকমার হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন কমিটির সভাপতি জীবন্ত চাকমা।
এসময় বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমর চাকমা, সাবেক সভাপতি অনন্ত বিহারী, ইউপি সদস্য আব্দুল মালেক ও স্থানীয় কাঠ ব্যবসায়ী মো. সোহেল, পল্লী চিকিৎসক নুর মোহাম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী ওই পরিবারের প্রতি এসময় সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন ঘিলাছড়ি বাজার ব্যবসায়ী নেতারা।
এদিন সকালে মন্টু চাকমার পরিবারের সদস্যদের মাঝে ব্যক্তিগতভাবে নগদ ১০হাজার টাকা প্রদান করেন ঘিলাছড়ি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সমর চাকমা।