নিজস্ব প্রিতিনিধঃ
ভোক্তা অধিবার সংরক্ষণ আইনে রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে ২টি দোকান হতে ১৩শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার বরইছড়ি বাজারে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্বরুপ মুহুরী।
জানা যায়, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারানুযায়ী তুষার ষ্টোরকে পণ্যের দাম বেশি রাখার দায়ে ৮শ টাকা এবং একই আইনের ৪০ ধারা অনুযায়ী পোলট্রি ব্যবসায়ী আব্দুল হককে মূল্য প্রদর্শন না করায় ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী, সিনিয়র উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।