নিজস্ব প্রিতিনিধঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের নতুন পাড়ায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাজী মো. মুছা মাতব্বর।
৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রফিকুল মাওলার সভাপতিত্বে ও সদস্য সচিব রিটন বড়ুয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ফিরোজা বেগম চিনু, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, সহ-সভাপতি ফজলুল হক, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক নরেশ মজুমদার, পোস্ট অফিস কলোনী সমাজ কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাচা, নতুন পাড়া সমাজ কমিটির মো. মামুন, মাদ্রাসা এলাকা সমাজ কমিটির মো. সোহেল।
উঠান বৈঠকে ৩শতাধিক এলাকাবাসীর পাশাপাশি আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আওয়ামী লীগ সরকার ও পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে দীপংকর তালুকদারকে বিজয়ী করার আহ্বান জানান।