নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির ভেদভেদি তা‘লিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের সাথে নিয়ে ইফতার করেছে রাঙামাটির জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাদাসার শ্রেণি কক্ষে কোমলমতি শিশুদের কে সাথে নিয়ে ইফতার করেন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আবুল হাসেম, সভাপতি মো. ফজলুল হক, মাদ্রাসার পরিচালক এমএ আব্দুল মান্নান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।