নিজস্ব প্রতিনিধিঃ
পাহাড়ি ঢল ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের ঘর নির্মাণে ঢেউটিন বিতরণ করেছে নানিয়ারচর সেনা জোন (১০ বীর)। “সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় এই নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি।
জোন সূত্রে জানা যায়, নানিয়ারচর জোনের আওতাধীন ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত ইসলামপুর এলাকার নাজমা বেগম ও বুড়িঘাট এলাকার মো. রফিক উদ্দিন কে ২বান হারে মোট ৪বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর এমন উন্নয়নমূলক কাজে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয়রা। এবিষয়ে নানিয়ারচর সেনা জোন জানিয়েছে, স্থানীয়দের মাঝে এমন জনকল্যান ও উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।