নিজস্ব প্রতিনিধিঃ
ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইয়ুথ ক্লাবের সদস্যরা। দিনব্যাপী ক্রিকেট, ফুটবল ও চড়ুইভাতির মধ্য দিয়ে এবারের ঈদ উদযাপন করে তারা।
ঈদের দ্বিতীয় দিন (মঙ্গলবার) সকাল ৮টায় ক্লাবের উদ্যোগে ক্রিকেট, ফুটবল ও চড়ুইভাতি অনুষ্ঠানের উদ্বোধন করেন, বুড়িঘাট ইয়ুথ ক্লাবের সভাপতি ও রাঙামাটি লেকার্স কলেজের প্রভাষক রফিকুল ইসলাম।
সকালে বুড়িঘাট আদর্শ ক্লাব, ইয়ুথ ক্লাব ও বুড়িঘাট স্পোর্টিং ক্লাবের মাঝে ক্রিকেট অনুষ্ঠিত হয়৷ এতে চুড়ান্ত জয়লাভ করে বুড়িঘাট ইয়ুথ ক্লাব। বিকেলে বুড়িঘাট আদর্শ ক্লাব, ইয়ুথ ক্লাব ও বুড়িঘাট স্পোর্টিং ক্লাবের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বুড়িঘাট ইয়ুথ ক্লাব ছিটকে পড়লেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
এদিন দিনব্যাপী ক্রীড়া আয়োজনের প্রধান আকর্ষণ ছিল এলাকার সকল শিশু কিশোরদের সাথে নিয়ে চড়ুইভাতি। দুপুরে সকল খেলোয়াড়, দর্শক ও পৃষ্ঠপোষকরা একই সাথে বনভোজনের আহারে আন্দলিত হয়।
খেলাধুলা শেষে বুড়িঘাট ইয়ুথ ক্লাবের উপদেষ্টা ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান সকলের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, বুড়িঘাট ইয়ুথ ক্লাবের উপদেষ্টা মণ্ডলির সদস্য তৌহিদুল ইসলাম, নানিয়ারচর কৃষকদলের সাধারণ সম্পাদক নিজাম হোসেন ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।