নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর কিয়াংঘাট নামক এলাকায় ভারতীয় চকলেট জব্দ করেছে বাঘাইহাট সেনা জোনের সদস্যরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) অভিযানে ১২০প্যাকেট অবৈধ ভারতীয় কিডো (পিনাট) চকলেট জব্দ করা হয়।
বাঘাইহাট জোন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ”কয়েকজন স্থানীয় পাহাড়ী যুবক সাজেকের উদয়পুর সীমান্ত হতে ভারতীয় চকলেট নিয়ে খাগড়াছড়িতে পাচারের উদ্দেশ্যে রউনা করেছে” এই তথ্যের ভিত্তিতে বাঘাইহাট জোনের আওতাধীন কিয়াংঘাট এলাকায় ওয়াঃ অফিঃ মির্জা মাহবুব এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করলে অবৈধ পাচারকারী চক্র ২ বস্তা (১২০ প্যাকেট) চকলেট পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়, পরবর্তীতে সেগুলি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্যে ৫০ হাজার টাকা বাঘাইহাট জোন।
কমান্ডার লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন (পিএসসি) মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন। সীমান্ত এলাকায় অবৈধভাবে মালামাল পাচার রোধ করতে সেনা নজরদারি বাড়িয়েছে বলেও জানিয়েছে বাঘাইছড়ি জোন।