নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেছে নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে রাঙামাটি বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন, নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল হোসাইন।
শহরের রাজবাড়ী এলাকা থেকে প্রথমে বিশাল মিছিলের বহর নিয়ে নিউ মার্কেট এলাকা পর্যন্ত রালী করে উপজেলা স্বেচ্ছাসেবক দল। এসয় বিভিন্ন উপজেলা আগত নেতাকর্মীদের সাথে জেলা বিএনপির র্যালীতে অংশ নেয় তারা। পরে স্বেচ্ছাসেবক দলের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয় উপজেলা স্বেচ্ছাসেবক দল।
দিবসটি ঘিরে র্যালীতে শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় শ্লোগানে অংশ নেন। মিছিল ও পরবর্তী আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।