॥ নিজস্ব প্রতিবেদক ॥
বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস) পরিচালিত কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে পিএসটিএস মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস)‘র কমান্ড্যন্ট (এ্যাডিশনাল ডিআইজি) ডঃ মোঃ আব্দুস সোবহান, পিপিএম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সীমা রানী সেন, পিএসটিএস কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এলিজা দেবি দে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পিএসটিএস সহকারী পুলিশ সুপার (ট্রনিং) অপ্পেলা রাজু নাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ এসআই মোঃ আলী আক্কাস আলী।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক মোঃ মাকসুদ, শিক্ষিকা নিলা আক্তার, অভিভাবক সুইথোয়াই প্রু মারমা, অভিভাবক শিবু দাশ, অনুষ্টানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্যাটেলাইট কৌং লিঃ সহকারী ব্যাবস্থাপক সাদমান আল ফারাবী, এ্যাকজিকিউটিভ এ্যাসিসট্যন্নট মোঃ আবু বক্কর সিদ্দিক, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মামুন, কাউখালী প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, মাওলানা মোহাম্মদ মনজুরুল ইসলাম আল কাদরী সহ পিএসটিএস সকল কর্মকর্তা, পিএসটিএস কিন্ডারগার্টেন স্কুলের সকল কোমলমতি ছাত্র ছাত্রী এবং ৫ম শ্রেণির ট্যালেন্টফুল বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।
আলোচনা সভা শেষে ৫ম শ্রেণির ৫জন ছাত্র ছাত্রী কে বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।