নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বুড়িঘাটে অবস্থিত দলটির নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান।
৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহ জাহানের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, জেলা বিএনপি সদস্য ও সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম, নানিয়ারচর উপজেলা সহ-সভাপতি রনো চাকমা, নুর ইসলাম (বড় মিয়া), যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, ৩নং বুড়িঘাট ইউনিয়ন বিএনপি সভাপতি মো. সফি, মহিলা দলের আহ্ববায়ক বিলকিস বেগমসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রনেতা মো. হেলালের সঞ্চালনায় বক্তারা বলেন, স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশ কে গত ১৬টা বছর অন্যায়ভাবে শাসন করেছে আওয়ামী লীগ। জুলাই-আগস্ট বিপ্লবের পরে আজও তারা বিভিন্নভাবে ষড়যন্তের জাল বিছিয়ে চলেছে।
সভাপতির বক্তব্যে নুরুজ্জামান বলেন, আসন্ন দূর্গাপূজা ও কঠিন চিবর দান অনুষ্ঠানে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। আপনারা সচেতন থাকবেন। কোন ভাবেই যেন আওয়ামী দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।