নিজস্ব প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাঙামাটি-২৯৯নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নির্দেশে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ভেদভেদীর সংঘরাম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত প্রার্থনা পরিচালনা করেন, বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধা লংকার মহাথেরো।
এসময় জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলী শান্তি চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, জেলা কৃষকদলের সহ-সভাপতি রিপান্ত চাকমা, শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারন সম্পাদক সঞ্চয় চাকমা, সিনিয়র সহ-সভাপতি বিন্দু দেওয়ান, সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমা, তথ্য ও প্রচার সম্পাক প্রবীন চাকমাসহ পুর্ণার্থীরা উপস্থিত ছিলেন।

