নিজস্ব প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটিতে অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৪ অক্টোবর) দলীয় কার্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা এই অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায়, সাবেক পৌর মেয়র সাইফুল (ভূট্টো), ২৯৯নং আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুল হক, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা জাসাস সভাপতি মো. কামাল হোসেন, ছাত্রদল সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, মহিলা দলের সভাপতি নুরজাহান বেগম পারুলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে দীপেন তালুকদার বলেন, এই সরকার বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে ইচ্ছেমত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের নেতাকর্মীদেও হামলা মামলা দিয়ে গ্রেফতার করে আন্দোলন দমিয়ে রাখতে চাই। যতই হামলা মামলা এবং নির্যাতন করেন বিএনপির ১দফা দাবি দমিয়ে রাখতে পারবেন না।
তিনি আরো বলেন, আসন্ন শারদীয় উৎসবকে কেন্দ্র করে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। যদি এরই মধ্যে বিএপির ১দফা দাবি মেনে নেওয় না হয়, বাংলাদেশের জনগণ কে সাথে নিয়ে তুমুল আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন এই নেতা।