নিজস্ব প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী ঘিরে নানিয়ারচরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এসময় তার দীর্ঘায়ু সুস্থতা কামনা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে তাদের উদ্যেশ্যে এবং দেশ ও জাতির উদ্যেশ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এদিকে দিবসটি ঘিরে বিকেলে নানিয়ারচর উপজেলার দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একই সময়ে ইসলামপুর ওয়ার্ড কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম।
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগাছড়িতে দলের সহ সভাপতি জহিরুল ইসলাম, ইসলামপুরে সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, নানিয়ারচর উপজেলা কার্যালয়ে স্থানীয় ওয়ার্ডে সভাপতি তুতি বদ্দা সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে দলটির চেয়ারপার্সন এর জন্মদিন উপলক্ষে বুড়িঘাট ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের ৫টি মসজিদে জুম্মার নামাজের পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।