মেহেদী ইমামঃ
ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদাৎবার্ষিকী পালন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্রদল। নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিও তোলে সংগঠনটি।
সোমবার (৭ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহিদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মৌন মিছিল ও স্মরণ সভা করে রাবিপ্রবি শাখা ছাত্রদল।
বক্তব্যে ছাত্রনেতারা জানান, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ স্বৈরাচার সরকারের ভারত দালালীর বিরোধীতা করেছিল। তাই এই ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী ছাত্রলীগ তাকে নির্মমভাবে হত্যা করেছে। দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক মুক্তবুদ্ধি চর্চার সুযোগ দিতে হবে।
রাবিপ্রবি ছাত্রদল নেতা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও জিসান আহম্মেদের সঞ্চালনায় এসময় নাসির উদ্দিন অর্নব, মো. আশিক, সাজ্জাদ হোসেন তুষার, ইসমাঈল হোসেন ইশান, আরিফুল ইসলাম জয় ও মো. সাঈদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।