নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ও ইয়েস বাংলাদেশের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকালে রাঙামাটি শিশু একাডেমীতে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু।
এতে বিশেষ অতিথি হিসেবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, প্রতিভাস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পুরতান বাস স্টেশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ চৌধুরী, দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক তারেক আহম্মেদ ও ইয়ুথের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এনসিটিএফ রাঙামাটির জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেন এর সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক রবিউস সানি খানের সভাপতিত্বে এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। তাই এদের মেধা বিকাশের জন্য সৃজনশীল বিভিন্ন কার্যক্রমের আয়োজন করতে হবে। যাতে করে শিশুরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে।
তিনি আরো বলেন, রাঙামাটিতে শিশুদের নিয়ে এ ধরণের প্রতিযোগিতা বেশি বেশি আয়োজন করতে হবে। তিনি এনসিটিএফ ও ইয়েস বিডির উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা শেষে প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী সহ অংশগ্রহণকারী ১৬১জন শিশুর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।