লংগদু প্রতিনিধিঃ
“শিক্ষকের কন্ঠস্বর; শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এই প্রতিপাদ্যে লংগদু উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
মাইনীমুখ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলমের সভাপতিত্বে এবং মাইনীমুখ হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মো. কফিল উদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আকবর, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম, মাইনীমুখ হাই স্কুলের প্রধান শিক্ষিকা মীর রফিকুন্নেছা চৌধুরী, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা, সহকারী শিক্ষক মো. আব্দুল জব্বার, ও মো. মাহবুব আলমসহ প্রমূখ।