নিজস্ব প্রতিনিধিঃ
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্যে নানিয়ারচরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি উপজেলা প্রাঙ্গণ হতে নানিয়ারচর প্রধান সড়ক ও থানা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এসে শেষ হয়। পরে অতিথিরা পরিবেশ দিবসের আলোচনা সভায় মিলিত হন।
অনুষ্ঠানে বক্তারা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা না হলে প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগের সম্ভাবনা দেখা দেয়। সুতরাং আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক সমূহ সম্পর্কে ও আলোচনা করা হয়।
আলোচনা সভায় নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, যুব উন্নয়ন অফিসার আজিজুল হক, নানিয়ারচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার ও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।