নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ জানায়াতে ইসলামীর ২৯৯নং আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গণসংযোগ করেছেন সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাঙামাটির বিলাইছড়ি বাজার, ধুপ্পারছড়, দিঘলছড়ি এবং বিকেলে কেংড়াছড়ি বাজার ও কেংড়াছড়ি পূর্ব পাড়া সহ বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর সর্মথনে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশগ্রহণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য শ্রমিকল ফেডারেশনের জেলা সভাপতি আব্দুস সালাম, জেলা শূরা সদস্য ও কাপ্তাই উপজেলার আমীর হারুন অর রশিদ, বিলাইছড়ি উপজেলা জামায়াতের সভাপতি মো. মাহামুদ হোসাইন, জেলা শূরা সদস্য ও পৌরসভার সেক্রেটারি হাফেজ মাওলানা আবুল বাশার, জেলা শূরা সদস্য ও সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা শূরা সদস্য ও পৌরসভার সহ সেক্রেটারি অ্যাডভোকেট রহমত উল্লাহ, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মোঃ জুনায়েদ সহ জামায়াতের বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলার নেতৃবৃন্দ।
গণসংযোগকালে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। পাহাড়ে দীর্ঘদিনের অস্থিরতা ও অনিশ্চয়তা দূর করে সমন্বিত শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। উন্নয়ন হবে সমতাভিত্তিক। পাহাড়ের মানুষ বৈষম্যের শিকার হবে না।
তিনি আরও বলেন, বিলাইছড়ি–কাপ্তাইসহ সমগ্র রাঙামাটি জেলায় রাস্তা, সেতু, কালভার্ট, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা ও অবহেলিত এলাকা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রেখে সকল মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ও ব্যক্ত করেন তিনি।

