নিজস্ব প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নৌকার প্রার্থী দীপংকর তালুকদার বিপুল ভোটে জয়ী হওয়ায় রাঙ্গামাটি প্রেস ক্লাব সহ দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্খীরা ও বিভিন্ন স্তরের মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (৮ জানুয়ারী) বিকেলে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে ফুল দিয়ে বরণ করে নেন রাঙ্গামাটি জেলার মানুষ ও দলীয় নেতাকর্মীরা। এসময় সকলের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন দীপংকর তালুকদার (এমপি)।
এসময় দীপংকর তালুকদার বলেন, আমার প্রতি রাঙ্গামাটিবাসীর ভালোবাসা আছে বলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আমাকে জয়ী করেছেন। তার জন্য রাঙ্গামাটিতে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার কারণে আমি বিজয়ী হয়েছি আর এই বিজয়কে সঙ্গি করে আপনাদের সাথে থেকে পাহাড়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাবো।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা অনেক কষ্ট করেছেন। তাদের কারণেই পরিচ্ছন্ন ও স্বচ্ছ নির্বাচন হতে পেরেছে। আর এই নির্বাচন গ্রহনযোগ্য বলেই মানুষ স্বতঃস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা গেছে। আর শান্তিপূর্ণ ভাবে ভোট শেষ হয়েছে।
অনুষ্ঠানে রাঙ্গমাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, অংসুইপ্রু চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।