মেহেদী ইমামঃ
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি চাকমা সম্প্রদায়ের বর্ষবরণ অনুষ্ঠান বিজু ঘিরে নানিয়ারচরে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি ভূঁইয়াদম পাড়া এলাকায় অনুষ্ঠিত বলি খেলায় প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি মো. নুরুজ্জামান।
উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ এজাজ নবী রেজা, নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম ও রণ বিকাশ চাকমা, ২নং নানিয়ারচর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন ও কার্বারী প্রহলাদ চাকমা।
স্থানীয় সুমন্ত চাকমার সঞ্চলনায় বুড়িঘাট ইউপি সদস্য মোঃ আব্দুল মালেক, সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ইউপি সচিব মনিন্দ্র লাল চাকমা, স্থানীয় পল্লি চিকিৎসক নুর মোহাম্মদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বলি খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন অতিথিরা। এসময় সৃজন বলির কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে ১ম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।