রকল প্রতিনিধিঃ
আজ (১অক্টোবর) ছোটহরিণা ব্যাটালিয়ন ১২ বিজিবির উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ছোট হরিণা জোন (১২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি। এসময় এলাকার হেডম্যান, কারবারিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন, ভূষণছড়া বাজারে বর্তমানে পাহাড়ি বাঙালি বিবাদমান পরিস্থিতি এবং শারদীয় দুর্গা উৎসব কে সামনে রেখে আজকে এই জনসচেতনামূলক সভা আয়োজন করা হয়েছে।
সভায় জোন অধিনায়ক এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে সম্প্রীতির উন্নয়ন, শারদীয় দুর্গা উৎসব চলাকালীন এলাকার নিরাপত্তা বজায় রাখা, অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ, মাদকসহ অন্যান্য চোরাচালান বন্ধ, নারী ও শিশু পাচার রোধ, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন বিষয়ে উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন।
সভা শেষে ১২ বিজিবি ছোট হরিণা জোন এর উদ্যোগে ভূষনছড়া বাজারে স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে এলাকার জনসাধারণকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবির একটি সূত্র।