নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে এবার হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে পুষ্পার্ঘ অর্পণ করেছে উপজেলা বিএনপি ।
সোমবার সকালে শহিদ মিনারে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান।
এসময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সহ-সভাপতি রনো চাকমা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ ছাত্রদল, যুবদল, ওলামা দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শহিদ মিনারে দাড়িয়ে এসময় মুক্তিযুদ্ধে শহিদ, আত্ম ত্যাগকারী সকলের জন্য এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপজেলার বুড়িঘাটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মাজারে পুষ্পমাল্য প্রদান করে দলটির নেতাকর্মীরা।
এদিন বিকালে দিবসটি উপলক্ষে নানিয়ারচর উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।