নিজস্ব প্রতিনিধিঃ
বিকল্প কর্মসংস্থানের লক্ষে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি পালন করেছে নানিয়ারচর উপজেলা মৎস্য অধিদপ্তর। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে নানিয়ারচর হার্টিকালচার সংলগ্ন উপকারভোগীদের মাঝে দেশীয় ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
অনুষ্ঠােন জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লা আল হাসান, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, উপপ্রকল্প পরিচালক টিপু সুলতান ও মৎস্য বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা ঝিনুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ জানায়, ❝পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প❞ এর আওতায় নিবন্ধিত ২৫জন জেলের মাঝে ৪টি করে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়। বিতরণকালে প্রতিটি ছাগল কে প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক ভ্যাক্সিন প্রদান করা হয়।
এসময় সুবিধাভোগীদের কে যথাযথভাবে ছাগল পালনের দিক নির্দেশনা প্রদান করা হয়। বিতরণকৃত এসব ছাগল যথাযথভাবে পালনের মাধ্যমে তাদের ভাগ্যের সুপরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।