নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য জেলা রাঙামাটির বিশিষ্ট ব্যবসায়ী ও রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি জহির আহম্মদ সওদাগরের একমাত্র পুত্র সন্তান খোরশেদ আলম জনি’র (৩৮) অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা।
রোববার (২৪ আগষ্ট) সন্ধ্যায় পৃথক শোক বার্তায় শোক প্রকাশ করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শোকবাণীতে তিনি বলেন, খোরশেদ আলম জনি এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
এদিকে রাঙামাটির বিশিষ্ট ব্যবসায়ী ও রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি জহির আহম্মদ সওদাগরের একমাত্র পুত্র সন্তান খোরশেদ আলম জনি’র অকাল মৃত্যুতে চারিদিকে নেমে এসেছে কান্নার ঢল।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন শোক জানিয়েছেন।
জহির আহম্মদ সওদাগরের বাড়িতে নেমেছে আত্মীয় স্বজনের ঢল। কান্নায় ভারি হয়ে উঠেছে শহরের তবলছড়ি এলাকা। অপরদিকে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি ও শোক প্রকাশ করেছে।
উল্লেখ্য, রোববার দুপুরে রাঙামাটির ট্রাক টার্মিনাল এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত হন তিনি। এসময় স্থানীয়দের সহায়তায় রাঙ্গামাটির জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম পাঠানো হলে পথেই তার মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) হয়। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী, ২ বোন, ২ ছেলে সন্তান সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।