নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপির ছত্র ছায়ায় পৈত্রিক সম্পত্তি দখলের নামে মিথ্যা ও উদ্দেশ্যে প্রণোদিত অপপ্রচারের বিররুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক দম্পতি।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের রিজার্ভ বাজারের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আমির উদ্দিন ও তার স্ত্রী নূর আয়েশা বেগম বলেন, আমরা ওয়ারিশ সূত্রে পাওয়া এবং ক্রয়কৃত জায়গায় বসবাস করে আসছি। এরমধ্যে টাকার প্রয়োজন হওয়ায় ক্রয়কৃত জায়গার কিছু অংশ বিক্রি করতে চাইলে তা ছোট বোনের ছেলে সাজিদুল ইসলাম ও স্বামী নাছির নানা ধরণের ষড়যন্ত্র করে বাঁধা প্রদান করছে।
তারা আরও বলেন, গতকাল তাদের বিরুদ্ধে ছোট বোনের ছেলে সাজিদ ও স্বামী মো. নাছির সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আলমগীর, যুবদল নেতা জাহাঙ্গীর ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মদন সহ অন্যান্য লোকজন এনে জায়গা দখলের চেষ্টার অভিযোগ তুলেছে, যা মিথ্যা, ভিত্তিহীন।
এই দম্পতি জানায়, সাজিদ এবং তার পরিবার বিভিন্ন সময় তাদের পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করলেও আদালত তা খারিজ করে দেন। এছাড়া তাদের রেকর্ডীয় জায়গা নিয়ন্ত্রণে নিতে একাধিকবার তাদের মারধর করেছে বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে নূর আয়েশা বেগম বলেন, তিনি এবং তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। ওয়ারিশগণদের অবগত করে জায়গা বন্টনের কোন সহযোগিতা না পেয়ে টাকার প্রয়োজনে তার নামীয় এবং ক্রয়কৃত জায়গা বিক্রি করেছেন। তিনি তার বোনের ছেলে সাজিদ ও স্বামী নাছিরের চক্রান্ত থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।