বাঘাইছড়ি প্রতিনিধিঃ
বাঘাইছড়ি উপজেলার ১১কিলো নামক এলাকা থেকে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে বাঘাইহাট সেনা জোনের সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২ ঘটিকার দিকে ১১ কিলো এলাকায় বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মাসুদ রানা পিএসসি এর পরিকল্পনায় লে: আয়মান ইনতিসার মজুমদার এর নের্তৃত্বে সেনাসদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন, মারিশ্যা হাজছোড়া এলাকার শান্তিলাল কার্বারী পাড়া এলাকার জ্ঞ্যানময় চাকমার ছেলে সুবল চামমা (প্রকাশ সুগা চাকমা) ও একই এলাকার কিরণ মোহন চাকমার ছেলে বিন্দুময় চাকমা।
এবিষয়ে বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মাসুদ রানা পিএসসি জানান, বিগত দিনেও আমারা বাঘাইহাট জোন অধীনস্থ শুকনাছড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) পন্থী অস্ত্র সহ চাঁদাবাজ ধরতে সক্ষম হয়েছি।
এ বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) দলের একাধিক নেতার সাথে মুটো ফোনে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। আটকের বিষয়টি বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন।