মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি উপজেলাঃ
বাঘাইছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লোকাল গভর্নমেন্ট কোভিট -১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) পৌরসভার অংশীজনের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিনি সম্মেলন কক্ষে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ শামীম মৃধা, উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, এলজিসিআরআরপি প্রশিক্ষক মোঃ মহসিন ও তপন রয় ও কার্যসহকারী আশিকুর রহমান মানিক সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ২৭ জন এষ্টেক হোল্ডার কে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায়
প্রশিক্ষণ প্রদান করা হয়। সভায় পৌরসভা এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে আলোচনা করেন বক্তারা।