নিজস্ব প্রতিনিধিঃ
বাঘাইছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম লাইল্যা ঘোনা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’র নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। দীর্ঘ ১৫বছর পর মাদ্রাসাটির এই পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
গত ১৯সেপ্টেম্বর পশ্চিম লাইল্যা ঘোনা এলাকাবাসীর উদ্যোগে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত সকলের সম্মতিক্রমে বাঘাইছড়ি উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম লাইল্যা ঘোনা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নতুন এই পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
নতুন পরিচালনা পর্ষদে সাইফুল ইসলামকে সভাপতি, জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক ও তারেকুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২১সদস্য বিশিষ্ট পর্ষদ গঠক করা হয়।
এবিষয়ে জানতে চাইলে নবগঠিত পর্ষদের সাধারণ সম্পাদক জয়নাল জানান, বাঘাইছড়ির ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৬৬সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসাটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। কিন্তু মাদ্রাসার অবকাঠামোগত বৃহৎ সংস্কার ও অর্থনৈতিক মন্দার মুখে এসে আমরা দায়িত্ব নিয়েছি। তাই এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথাযথ সহযোগিতা ও দোয়া কামনা করছি।